২৮ নভে, ২০১৩

মনের জানালা মাঝে # ৫




(৫০)
অন্যদের সাথে আমাদের তুলনা করার কিছু নেই। আমরা সবাই আল্লাহর স্বতন্ত্র সৃষ্টি। আমাদের যা দেয়া হয়েছে, আমরা যতটুকু জেনেছি ও বুঝেছি -- তার সঠিক ব্যবহারের উপরেই আমাদের তিনি হিসেব করবেন। কাজগুলোতে তিনি প্রসন্ন হলে পুরষ্কার দিবেন, আর অপ্রসন্ন হলে আমরা হবো ক্ষতিগ্রস্ত।

(৫১)
কিছু মানুষ আছে যারা একটা সুন্দর জায়গা খুঁজে বেড়ায়,
কিছু মানুষ আছে যারা একটা জায়গাকে নিজেরাই সুন্দর করে।

(৫২)
ভালোবাসা পাওয়ার পূর্বশর্ত হচ্ছে নিজে আগে ভালোবাসা।
ভালোবাসা পাওয়ার আশা করে ভালোবাসলে হৃদয়ে চোট পাবেন।

(৫৩)
এমন একজন ভালো মানুষ হতে চেষ্টা করুন যে তা প্রমাণ করতে সময় নষ্ট করে না।

(৫৪)
একটা জিনিস শুনেছিলাম একসময়, ভেবে দেখলাম সত্যিই তাই...

যে আপনাকে ভালোবাসে তার কাছে আপনার ভুলের ব্যাখ্যা দেবার কোন প্রয়োজন হয় না।
যার কাছে আপনার নিজেকে ব্যাখ্যা করতে হয় সে আপনাকে আসলে ভালোবাসে না।

(৫৫)
যা আসার সে আসবেই, যা হবার তা হবেই -- আপনি তাকে স্বাগত জানান বা ঘৃণা করুন তাতে কিছুই হবে না। যা আসবে না, যা হবার নয় তাকে কখনই সাদর সম্ভাসন জানাতে পারবেন না যতই চেষ্টা করুন না কেন।

(৫৬)
হয়ত অনেকেরই এমন হয়। অনেকেই জানেনা তাদের মাঝে কী ভীষণ শক্তি লুকিয়ে আছে, কত সম্ভাবনা আর কত ক্ষমতা প্রতিটি মানুষের প্রাণে, মনে সুপ্ত রয়েছে। ক'জনে খুঁজতে চেয়েছে? ক'জনা নিজেকে বুঝতে পারি আমরা? ক'জনা নিজেকেই নিজে উদ্বোধিত করি?

আমরা কোথায় ছিলাম?

 

এক লোক সুরম্য অটালিকার পাশ দিয়ে যাওয়ার সময় তার বন্ধুকে অভিযোগ করে বললো, 

"যখন এই সম্পদগুলো বন্টন করা হয়েছিলো তখন আমরা কোথায় ছিলাম?" 

বন্ধুটি তাকে একটি হাসপাতালে নিয়ে গেলো এবং বললো, 

"যখন এই অসুস্থতা বন্টন করা হয়েছিলো তখন আমরা কোথায় ছিলাম?"

♥ আলহামদুলিল্লাহ! ♥ 

কৃতজ্ঞ থাকুন, সমস্ত প্রশংসা কেবলই আল্লাহর...  :)

[শাইখ যাহির মাহমুদের পেইজ থেকে সংগৃহীত ও অনূদিত]

একগুচ্ছ অনুবাদ [২]

একদম শেষে আমরা শত্রুদের কথাগুলো মনে ধরে রাখবো না, বরং বন্ধুদের নীরবতাকেই মনে রাখব।" ~ মার্টিন লুথার কিং

 * * *
"জীবনটা হলো বাইসাইকেল চালানোর মতন। ভারসাম্য রাখতে চাইলে সামনে এগিয়ে যেতে হবে।"~ আইনস্টাইন

 * * *
"মানুষ তার ভবিষ্যতকে গড়ে তোলে না। তারা তাদের অভ্যাসগুলোকে গড়ে, আর অভ্যাসগুলো গড়ে তোলে তাদের ভবিষ্যত।"~ মাইক মারডক

 * * *
"একজন সফল ব্যক্তি হলেন তিনি যিনি এমন কিছু অভ্যাস তৈরি করেন যেসব অভ্যাস অসফল ব্যক্তিরা তৈরি করতে পছন্দ করে না।"~  ডোনাল্ড রিগস

 * * *
"আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলোকে গড়ে তুলি, এবং তারপর অভ্যাসগুলো আমাদের গড়ে তোলে।"~ জন ড্রাইডেন

 * * *
"মোটিভেশন (প্রেষণা) আপনাকে একটা কাজ শুরু করায়, অভ্যাস তাকে এগিয়ে নিয়ে যায়।"~ জিম রন

 * * *
"আমি ব্যর্থ হইনি, আমি ১০০০টি পথ বের করেছি যা সঠিক কাজ করে না।"~ টমাস আলভা এডিসন


 * * *
মেয়েদের চোখের পানি অদ্ভুত এক অস্ত্র আর ছেলেদের চোখের পানি অদ্ভুত এক বাস্তব !~ ভিকিয মব

 * * *
আপনি কাজটি করতে পারবেন এই বিশ্বাসটি আপনাকে অর্ধেক পথ এগিয়ে নিয়ে যাবে।~ থিওডর রুজভেল্ট

 * * *
সফল হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে যেয়ো না, বরং চেষ্টা করো মূল্যবান হতে।~ আইনস্টাইন

 * * *
একটি চারাগাছ রোপণের প্রথম শ্রেষ্ঠ সময় ছিলো ২০ বছর আগে। আর দ্বিতীয় সময়টি হলো ঠিক এখনই।~ চৈনিক প্রবাদ

 * * *
আপনি সমুদ্র পার হতে পারবেন না কোনদিন যতক্ষণ পর্যন্ত আপনার চোখের সীমানা থেকে সমুদ্রতীর না হারায়।~ক্রিস্টোফার কলম্বাস

 * * *
আপনার জীবনের শ্রেষ্ঠ দু'টি দিন হলো যেদিন আপনি জন্ম নিয়েছিলেন এবং যেদিন আপনি তার কারণ খুঁজে পেয়েছিলেন।~ মার্ক টোয়েন

 * * *
কিছু জিনিস তোমার নজর কাড়বে, কিন্তু সেগুলোই অর্জন করার চেষ্টা করো যা তোমার হৃদয় কাড়ে।~ প্রাচীন ভারতীয় প্রবাদ

 * * *
সুখের একটা দরজা বন্ধ হলে আরেকটি খুলে যায়। কিন্তু বন্ধ দরজায় আমরা এত বেশিক্ষণ তাকিয়ে থাকি যে আমাদের জন্য খুলে যাওয়া দরজাটি তখন আর চোখে পড়েনা।~ হেলেন কেলার

 * * *
সাতবার পড়ে গেলে আটবার উঠে দাঁড়াও।~ ল্যাটিন প্রবাদ

 * * *
জ্ঞান অর্জন করতে গেলে খরচ হয় তা সত্য। অথচ একই ব্যাপার কিন্তু ঘটে অজ্ঞতাতেও।~ ক্লস মোসার

 * * *
যার জ্ঞান আছে সে তার নষ্ট হওয়া সময়ের জন্য সবচেয়ে বেশি আফসোস করে।~ দান্তে

 * * *
"অল্প ক'জন চিন্তাশীল মানুষের একটি দল গোটা পৃথিবীকে বদলে দিতে পারে। প্রকৃতপক্ষে পরিবর্তনগুলো কেবলমাত্র এভাবেই হয়েছে।"~ মার্গারেট মেয়াড

 * * *
"জীবনটা শব্দরাশির জন্য অনেক বেশি গভীর, তাই একে শব্দ দিয়ে বর্ণনা করার চেষ্টা করো না। জীবনটা শুধু ধারণ করো।"~ সি,এস, লিউইস

 * * *
থাকার একটা জায়গা গড়ে তুলতে অনেকজন পুরুষের দরকার হলেও, একটি সংসার গড়ে তুলতে একজন নারীই যথেষ্ট।~ চৈনিক প্রবাদ

 * * *
আজকালকার দিনে মানুষ সবকিছুর দাম বুঝে কিন্তু কোনকিছুর মূল্য বুঝে না। ~অস্কার ওয়াইল্ড

২৭ নভে, ২০১৩

একগুচ্ছ অনুবাদ [১]



* * *
যে বই পড়ে সে মৃত্যুর আগে হাজারটা জীবনকে ধারণ করে। যে বই পড়েনা সে কেবল একটাই জীবন পায়। ~ জর্জ মার্টিন

* * *
ক্ল্যাসিক এমন ধরণের বই যার প্রশংসা সবাই করে কিন্তু কেউ পড়ে না। ~ মার্ক টোয়েন

* * *
নিজেকে অনুপ্রেরণা দেয়ার শ্রেষ্ঠ উপায় হলো অন্য কাউকে অনুপ্রাণিত করার চেষ্টা করা। ~ মার্ক টোয়েন

* * *
যে জিনিস দেখা সবচেয়ে কঠিন তা হলো চোখের সামনে যা রয়েছে। ~ ভন গথে

* * *
লেখকের চোখে অশ্রু না এলে পাঠকের চোখেও অশ্রু জমে না। লেখকের মাঝে বিষ্ময় না থাকলে পাঠক বিষ্মিত হতে পারে না। ~ রবার্ট ফ্রস্ট

* * *
আমি এতটা কমবয়েসি নই যে সবকিছু সম্পর্কে জানব। -- অস্কার ওয়াইল্ড

* * *
একটি প্রাণখোলা হাসি আর লম্বা একটা ঘুম যেকোন কিছুকে সারিয়ে দেয়।~আইরিশ প্রবাদ

* * *
প্রতিদিন কিছু ছোট ছোট বিষয়কে শেখা হলো জ্ঞান। প্রতিদিন কিছু ছোট জিনিসকে এড়িয়ে যেতে পারা হলো প্রজ্ঞা।~ জেন প্রবাদ


* * *
তুমি কতটা ধীরে আগাচ্ছ তা মোটেই ব্যাপার নয় যদি তুমি থেমে না যাও।~ কনফুসিয়াস

* * *
আমরা বই পড়ি এটাই জানতে যে আমরা একলা নই। ~ উইলিয়াম নিকোলসন


 * * *
"তুমি তোমার নিজের মত হও, আর সবাই দখল হয়ে আছে।"~ অস্কার ওয়াইল্ড

 * * *
"কখনো অনুশোচনা করো না। জীবনে যদি ভালো কিছু হয়, তাহলে তো দারুণ ব্যাপার। আর যদি খারাপ কিছু ঘটে, তাহলে তার নাম অভিজ্ঞতা।"~ ভিক্টোরিয়া হল্ট

 * * *
"আপনার মত না থাকলে কেউ আপনাকে ছোট করতে পারে না।"~ ইলিনর রুজভেল্ট

 * * *
"আমরা সবাই অনেক বড় বড় কাজ করতে পারিনা। কিন্তু ছোট ছোট কাজগুলো করতে পারি অনেক বড় ভালোবাসা নিয়ে।"~ মাদার তেরেসা

 * * *
 'আমি সফল হবার সূত্র জানিনা, তবে জানি ব্যর্থ হতে হলে সবাইকে খুশি করার চেষ্টাই যথেষ্ট।'~ বিল কসবি

 * * *
'সফলতার অর্জনের একটি গুরুত্বপূর্ণ চাবিকাঠি আত্মবিশ্বাস। আর আত্মবিশ্বাস অর্জনের গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো ভালোভাবে প্রস্তুতি নেয়া।'~ আর্থার অ্যাশ

২৬ নভে, ২০১৩

অনুপ্রেরণা - ২



* * *
ভালোকাজের মেঘ থেকে বৃষ্টি ঝরে। যখন সময় হয় কেবল তখনই তার বর্ষণ হয়। আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন শুকনো মৃত মাটির উপরে; একদম সঠিক সময়েই। যখন পথ অবারিত হবার সময় হবে, তখনই সেই পথ প্রশস্ত হবে। তিনি তার সময় অনুযায়ীই সেই কাজটি করেন, আমাদের সময়ের হিসেবে নয়। আর এটা আমাদের ক্বাদরের ব্যাপারে সন্তুষ্ট থাকার একটি অংশ এবং যা হয়েছে তা আপনার জন্য নির্ধারিত ছিলো বলেই হয়েছে। ~ শাইখ হামজা ইউসুফ, [সংক্ষেপিত, ২০১১ রিহলা]

২৫ নভে, ২০১৩

মালিক শাহবাজ (ম্যালকম-এক্স)

বর্তমান মিডিয়া বলতেই সবাই বুঝে বিবিসি, সিএনএন, ইন্ডিপেনডেন্ট ইত্যাদি ইত্যাদি... নতুন বিশ্বের এইরকম চেহারা হবে, সেখানে মিডিয়ার ব্যাপক প্রভাব থাকবে, তা তো বেশ পুরোনো পরিকল্পনা। হয়ত এসব অনুধাবন করে সেই খোদ আমেরিকায় অনেক বছর আগে মালিক শাহবাজ (ম্যালকম এক্স) নামক সাহসী মানুষটি একটি কথা বলেছিলেন যা আমার প্রায়ই মনে পড়ে--

"আপনি যদি সতর্ক না থাকেন তাহলে পত্রিকাগুলো আপনাকে নিপীড়িত-অত্যাচারিত মানুষদেরকে ঘৃণা করতে শেখাবে এবং যারা অত্যাচারী-নিপীড়নকারী তাদের প্রতি ভালোবাসা জাগাবে।" ~ ম্যালকম-এক্স

মালিক আল-শাহবাজ 'ম্যালকম এক্স' নামে সুপরিচিত। তিনি আফ্রো-আমেরিকান মুসলিম, ঘটনাবহুল জীবনের এক পর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। আমেরিকায় ব্ল্যাকদের অধিকার আদায়ের এক অবিস্মরণীয় নেতা। বক্তব্য প্রদানকালীন সময়ে একদিন তাকে বিরোধীরা কয়েকজন মিলে ২১টি গুলিতে বিদ্ধ করে, সেদিনই তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নেন।

জন্ম :  ১৯২৫, মৃত্যু : ১৯৬৫

ম্যালকম-এক্সের উদ্ধৃতি:

"ভবিষ্যত তো তাদের জন্যই যারা আজকে তা গড়ে তুলতে কাজ করে।"
~ মালিক আল-শাহবাজ (ম্যালকম এক্স)

* * *
"আপনি যদি সতর্ক না থাকেন তাহলে পত্রিকাগুলো আপনাকে নিপীড়িত-অত্যাচারিত মানুষদেরকে ঘৃণা করতে শেখাবে এবং যারা অত্যাচারী-নিপীড়নকারী তাদের প্রতি ভালোবাসা জাগাবে।"
~ ম্যালকম-এক্স মালিক শাহবাজ [১৯২৫-১৯৬৫]

* * *
"যে কোন কিছুর পক্ষে দৃঢ় হয়ে দাঁড়ায় না সে সবকিছুতেই ভেঙ্গে পড়ে।"
~ মালিক আল-শাহবাজ (ম্যালকম এক্স)

* * *
​​হোঁচট খাওয়া মানেই পড়ে যাওয়া নয়। ~ ম্যালকম এক্স

অনুপ্রেরণা - ১



"যে মানুষটাকে ভালোবাসি, তাকে আমাদের অবশ্যই বুঝতে হবে। আমাদের ভালোবাসা যদি হয় কেবল কাউকে দখল করে রাখার কোন চাওয়া, তাহলে তা ভালোবাসা নয়। আমরা যদি শুধু আমাদেরকে নিয়ে চিন্তা করি, শুধু আমাদের প্রয়োজনগুলোই বুঝি এবং অন্যদের প্রয়োজনকে এড়িয়ে যাই, তাহলে আমরা কখনই ভালোবাসতে পারবো না। যাদের ভালোবাসি তাদের প্রয়োজন, চাওয়া, ভালোলাগা এবং কষ্টগুলো আমাদেরকে অবশ্যই গভীরভাবে খেয়াল করতে। এটাই প্রকৃত ভালোবাসার পথ। আপনি যখন কাউকে সত্যিকার অর্থে বুঝতে পারবেন, তখন তাকে ক্রমাগত ভালোবেসে যাওয়া থেকে আপনি নিজেকে ঠেকাতে পারবেন না।" [গ্রন্থ : Peace Is Every Step: The Path of Mindfulness in Everyday Life]

 * * *
"আপনাকে যারা ভালোবাসে তারা আপনার করা ভুলগুলো অথবা আপনার বাজে স্মৃতিগুলোকে মনে রাখার বোকামি করবে না। আপনাকে যখন দেখতে খারাপ লাগে তখন তারা আপনার সৌন্দর্যকে স্মরণ রাখে, আপনি যখন ভেঙ্গে পড়েন তখন আপনার পূর্ণতার সময়গুলোকে মনে রাখে, আপনি যখন অপরাধবোধে ভুগেন তখন আপনার সরলতাকে খেয়ালে রাখে এবং আপনি যখন দ্বিধায় থাকেন তখন আপনার উদ্দেশ্যকে মনে রাখে। [অ্যালান কোহেনের উদ্ধৃতির ভাবানুবাদ]

 * * *
জীবনের যেসব বিষয় নিয়ে হিসাব-নিকাশ মেলেনি, সেগুলোর ব্যাপারে ধৈর্য ধরুন। সেই উত্তর-না-পাওয়া প্রশ্নগুলোকেই ভালোবাসতে চেষ্টা করুন, যেমন করে আপনি গ্রহণ করে থাকেন বন্ধ দরজার একটি ঘর অথবা ভিনদেশি ভাষায় লেখা কোন একটা বই। এখনই সব উত্তর খুঁজতে ব্যস্ত হবেন না। আপনাকে সেই প্রশ্নগুলোর উত্তর এখন দেয়া হবে না কেননা সেসব জেনে আপনি ঠিকভাবে বাঁচতে পারবেন না। তাছাড়া, এই বিষয়গুলো হলো অভিজ্ঞতার পথ দিয়ে যাওয়া। জীবনের এই দিনগুলোতে আপনার এই প্রশ্নগুলো বুকে নিয়েই বাঁচতে হবে। হয়ত, সময়ের সাথে কোন একদিন, আপনি নিজের অজান্তেই ধীরে ধীরে প্রশ্নগুলোর উত্তর জেনে যাবেন। [রেইনার রিলকার 'Letters To A Young Poet' থেকে উদ্ধৃত অংশের ভাবানুবাদ]

 * * *
যারা আপনাকে সাধারণ কিছু স্নিগ্ধ ও শান্ত কথা বলে একটুখানি স্বস্তি এনে দিতে চেষ্টা করেন, তাদের দেখে  এমনটা ভেবে বসবেন না যে তাদের জীবনটা যন্ত্রণাবিহীন। তার জীবনেও দুঃখ-কষ্ট এবং যন্ত্রণা থাকতে পারে যা হয়ত আপনার চাইতেও বেশি। যদি তেমনটা না-ই হতো, তাহলে তিনি এমন কিছু শব্দ কখনো খুঁজে পেতেন না।
~ রেইনার রিলকা [অস্ট্রিয়ান ঔপন্যাসিক, ১৮৭৫-১৯২৬]

২৪ নভে, ২০১৩

ফেসবুক : অগোচরে ক্ষতি করতে থাকা এক ভয়ংকর

​ফেসবুকের মাধ্যমে আমার ব্যক্তি জীবনে কিছু প্রাপ্তি আছে বটে, কিন্তু ফেসবুক থেকে সম্ভাব্য ক্ষতির কথা ভাবে যে পরিমাণ ভীতি আমার মাঝে কাজ করে তার পরিমাণ বোধকরি অনেক অনেকগুণ বেশি। একটা জিনিস খুব ভয় হয়। তা হলো, সহজেই যাচ্ছেতাই লেখা যায়। লিখতেই আছি, কমেন্টে, পোস্টে, ইনবক্সে -- যেন লেখাটা কিছুই নয়। খুব অবহেলায় অনেক লিখেছি অনেক জায়গায় অনেক কিছু...

ফেসবুকের অনিয়ন্ত্রিত ব্যবহারে আমাদের মনগুলো কীভাবেই না পরিবর্তিত আর পথভ্রষ্ট হয়েছে। একটা কিছু হলেই ফেসবুকে পোস্ট দেয়ার একটা উদগ্র বাসনা ভিতরে কাজ করে। ছবি আপলোড করে লাইক আর কমেন্টেই যেন ফুটে উঠে আমার *গ্রহণযোগ্যতা* সবার কাছে কতটুকু, কিংবা আমরা দেখতে কতটুকু সুন্দর। একটা কিছু লিখেই অপেক্ষায় থাকি লাইক আর কমেন্টের। যেখানে উদ্দেশ্যগুলো হবার কথা আল্লাহর সন্তুষ্টি। খুব ক্ষীণ একটা লাইনের ওপারে আমাদের অজান্তেই সেটা হয়ে যায় কিছু লাইক আর কমেন্ট প্রাপ্তি...

একটা বড় ক্ষতি হলো, আমাদের অনুভূতিগুলোকে পানসে করে দেয়া। প্রতিটা জিনিসই যখন ফেসবুকে, তখন সামনাসামনি অনেকদিন/অনেকক্ষণ পর পাওয়া মানুষটার সাথে কথা/অনুভূতি ভাগাভাগির গভীরতাটা থাকেই না। অথচ আমি দ্বীনের শিক্ষাতে শিখেছিলাম, বিরতি দিয়ে দিয়ে ভাইদের সাথে মিলিত হতে এতে করে পারস্পারিক সম্প্রীতি বাড়বে।

আমরা সবাই ভেবে নিয়েছি আমাদের অভিমত খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই সমস্ত বিষয়ে লাগামহীন মন্তব্য, তর্ক, কুরূচিপূর্ণ শব্দ দিয়ে ভরিয়ে দিচ্ছি ইনবক্স/কমেন্টবক্স/পোস্টগুলো। আমাদের যোগ্যতা, জ্ঞানের গভীরতা এবং সেই সাথে সময়ের ব্যবহার কতটুকু 'ইফেক্টিভ' হচ্ছে সেই হিসেবে এইসব কাজ অকল্পনীয় ক্ষতিকর হয়ে যাচ্ছে। আখিরাতে জবাবদিহিতার বিষয়টা আমাদের ভাবায় না?

বাস্তব জীবনে কেউ বাঁকা কথা বললে সহ্য করে নিই আমরা, জানি কে কীভাবে আমাকে জানে। অনেক অপমানকে গায়ে না মাখলেও চলে। ফেসবুকে কেউ কাউকে কিছু বললে *উপযুক্ত শিক্ষা* না দিলে পেটের ভাত যেন চাউল হয়ে যাবে ভাব নিয়ে মাঠে নেমে পড়তে দেখেছি অনেককে। আল্লাহ মাফ করুন আমাদের। এমন কত বড় বড় অন্যায়ের অংশ হয়ে যাচ্ছি লাইক/শেয়ারের মাধ্যমে, কত সহজেই, ভেবে কি দেখেছি?

নিশ্চিত যে অনন্তকালের জীবন, তাকে জটিল বা ব্যর্থ করে দেয়ার এই অদ্ভুত আয়োজনে আমরা কত আগ্রহেই না যোগ দেই প্রতিদিন। ভালো কাজের সংখ্যা আমাদের এমনিতেই কম। লাইক/কমেন্ট/শেয়ারের লোভ, চ্যাটিং-এ মানুষের সাথে অনর্থক আলাপের আগ্রহ আমাদের কোথায় ঠেলে দিচ্ছে প্রতিদিন... ভেবে দেখেছি কি আপন মনে? আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আমাদেরকে ক্ষমা করুন, সরল সঠিক পথে পরিচালিত করুন।

- এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ দু'টি লিঙ্ক:

1. Faceboook : The Hidden Danger : Yasmin Mogahed http://www.suhaibwebb.com/society/entertainment/facebook-the-hidden-danger/

2. Fiqh of Facebook : http://www.suhaibwebb.com/society/media/the-fiqh-of-facebook/

২৩ নভেম্বর, ২০১৩

২৩ নভে, ২০১৩

মনের জানালা মাঝে # ৪



(৩৮)
ঠিক আপনার মতই জীবন আর কারো নেই। মানুষের সাথে মিশে দেখবেন তাদের শৈশব, কৈশোর অথবা বাল্যকাল আপনার চাইতে অন্যরকম, কিংবা তাদের পারিবারিক জীবন আলাদা। অথবা তাদের শারীরিক কোন অসহ্যকর কষ্ট আছে যা আপনার নেই। নিজের কষ্টগুলো নিয়ে যখন ভার মনে হবে, আশেপাশে মিশবেন। আল্লাহর সৃষ্টির মাঝে নিজেকে ছড়িয়ে দিবেন। একজন অথবা দু'জন মানুষ খুঁজলে হয়ত মনে হবে সবাই আপনার চেয়ে সুখী। তখন সেই ভ্রান্তি কেটে উঠবে না। একটু বেশি করে নানান রকম মানুষের সাথে মিশতে হবে। আপনার গন্ডি ছাড়িয়ে অন্যদের জীবনকে জানলে দেখবেন আপনি হয়ত কারো জীবনের কথা ভেবে কাঁদতে শুরু করবেন।

(৩৯)
যখন খুব কষ্ট লাগে, তখন জানি, এই কষ্টের দুনিয়া খুব বেশিদিনের জন্য না। আর একটুই তো। কাটিয়ে দেয়াই কাজ...  যখন সুন্দর প্রকৃতিতে নিঃশ্বাস নিই আনন্দে, তখন জানি এই পৃথিবী ছেড়ে যাবার পর যা পাওয়া যায় তা এর চাইতেও অনেক সুন্দর। সেটা চাই, হে দয়াময়...

(৪০)
পৃথিবীর কোন কিছুর জন্য অপেক্ষার একটা সীমারেখা আছে। একটা সময় পরে অপেক্ষার বস্তুটার আবেদন হারিয়ে যায়, মনের অনুভূতিটাও শুকিয়ে যায় অপেক্ষায় ক্লান্ত হয়ে। একসময় তা অনীহায় পরিণত হয়।

(৪১)
আপনি খারাপ থাকলে কারো কিছু আসে যায় না। কারো কাছে খারাপ থাকা বর্ণনা করলেও আসলে কেউ কিছু করবে না। মূলত মানুষ নিজেরাই খুব অসহায়। নিজেকে যেভাবেই হোক ভালো রাখাই উচিত, আল্লাহর কাছেই কেবল সাহায্য চাওয়া উচিত।

(৪২)
জীবনের পরতে পরতে খুশি-আনন্দ-কষ্টের মাঝে আল্লাহ আপনাকে মেসেজ দিয়ে চলেছেন... তার আরো কাছে যেতে, তার দিকে মুখ ফিরিয়ে নিতে বলছেন। খেয়াল করে পড়ে দেখুন...


(৪৩)
একজন বললো, স্বপ্ন দেখে কী হয়? স্বপ্নেরা কখনো সত্যি হয় না। কথা সত্যি। সব স্বপ্ন সত্য হয় না। কিন্তু এটাও সত্য, স্বপ্ন ছাড়া কিছুই হয় না। কিছু পেতে হলে স্বপ্ন দেখতে হয়, মানুষের মন কোন অবস্থাতেই আশা ছাড়া থাকে না। উচ্চাশা করা সঠিক নয়, কিন্তু স্বপ্ন দেখতে হয়। ছোট ছোট স্বপ্ন, স্বপ্নেরা শিশির বিন্দুর মতন, ঘাসের উপরে চকচকে হীরার কণার মতন ঝলক দেয় কষ্টের মাঝে, দুঃখের মাঝে। কঠিন সময়ে তাই স্বপ্ন বেশি করে দেখতে হয়, কারণ, একদিন খারাপ সময় কেটে যাবে।

(৪৪)
বাস্তবতাকে উপভোগ করে দেখার কিছু নেই, সে আপনাকে জোর করেই স্বাদ নেয়াবে... কখনো টেনে-হিঁচড়ে হলেও আপনাকে বাস্তবতার স্বাদ নেয়াবে। বাস্তবতা হলো সেই জীবন, যা পার্থিব; যা আমাদের সব চাওয়ার মাঝে থাকে না, প্রায় সময়েই আমাদের না-চাওয়া বিষয়গুলো নিয়েও থাকে। কিন্তু আমাদের স্বপ্নগুলো শুধু পার্থিব না, তাতে অপার্থিব জগতের সৌন্দর্য মাখানো থাকে... এই রূঢ় বাস্তবতার নখর থেকে বাঁচতে চাইলে স্বপ্ন দেখতেই হবে। স্বপ্নেরা আশা জাগায়, ভালোবাসা জাগায়, হৃদয়কে কোমল করে...

(৪৫)
আমরা কেউ অন্য কারো মতন না, অন্য কেউ আমাদের মতন না। অন্যদের স্কেলে নিজেদের বিচার করা বোকামি, অন্যদের সাথে তুলনা করাও নির্বুদ্ধিতা। লক্ষ্য একটাই, মৃত্যুর পরের সফলতা, পৃথিবীটা শুধু পেরিয়ে যাওয়ার। কোন পূর্ণতা প্রাপ্তি এই জগতে হয় না, হতে পারে না...

(৪৬)
আমাদের এ এক অদ্ভুত সমাজ !! অজস্র অবিবাহিত ছেলে-মেয়ে এমনভাবে জীবন কাটাচ্ছে যেন তারা বিবাহিত। অজস্র বিবাহিতরা এমনভাবে জীবন কাটায় যেন তারা একা। সমস্যা কেন এত?

(৪৭)
অপেক্ষার পর, পরিশ্রমের পর যখন ঈপ্সিত জিনিসটি পাওয়া যায়, সেই আনন্দ, সেই উদ্বেলিত হৃদয়ের অনুভূতি কি কখনো ভাষায় প্রকাশ করা যায়? যারা অমন করে অপেক্ষা করেনি তারা কীভাবে বুঝবে অপেক্ষার পরে প্রাপ্তির মাঝে ভালোবাসা কত তীব্র থাকে, তাতে কত গভীরতা থাকে, হৃদয়ে কত গভীর আনন্দের ধারা বয়ে যায়...

(৪৮)
আপনি যে জীবনে সত্যিকারের কল্যাণময় পরিবর্তন চান তার সম্ভবত প্রথম প্রকাশ হচ্ছে আপনি নিজের বিষয়ে ভালো কথা বলতে না পারলেও, খারাপ কথা বলবেন না। আশাবাদী কিছু শোনাতে না পারলেও নৈরাশ্য ও হতাশার কথা বলবেন না। যতদিন নিরাশা বা হতাশার সাথে থাকবেন, আপনি অবশ্যই কোন সত্যিকারের উন্নতি বা পরিবর্তন আনতে পারবেন না। উন্নতির মূল শর্ত হলো -- হয় ভালো কথা বলো নয়ত চুপ থাকো।

(৪৯)
আমাদের সবার অজস্র সীমাবদ্ধতা, ভুল, নীচতা, হীনতা, খুঁত আছে। এটা সত্যি। হয়ত অনেক ক্ষেত্রে ভালোগুলোর পরিমাণ খারাপগুলোর চেয়ে কম, এরকমটাও হতে পারে। কিন্তু তাতে কোন ক্ষতি নেই। বিষয়টা হচ্ছে, একজন মানুষ তার কোন সত্ত্বাকে মূল্য দিচ্ছে, কোন গুণাবলীকে ফুটিয়ে তুলতে চাইছে।

২১ নভে, ২০১৩

মনের জানালা মাঝে # ৩



(২৬)
সুখী হতে হলে ছোট ছোট বিষয়ে আনন্দিত হওয়া শিখতে হয়।

(২৭)
দু'আ করার সময় তাদেরকে স্মরণ রাখুন যারা আপনাকে একজন উন্নত মুসলিম হবার পথে সাহায্য করেছেন, করছেন।

(২৮)
মানুষের সাথে নিজের দুঃখ-দুর্দশার কথা শেয়ার করলে বেশিরভাগ মানুষ আনন্দিত হয়, সে তখন চিন্তা করতে থাকে সে আসলে কত ভালো আছে! বিষয়টা অদ্ভুত বাস্তব...সত্যিকার সমব্যথী দুস্প্রাপ্য, তা পেতে চাওয়া বোকামি; অনায্যও বটে...

(২৯)
যতবার মানুষকে বেশি মূল্য দিয়েছি, মানুষের কাছে প্রত্যাশা করেছি; ততবার কষ্ট পেয়েছি, ততবার যন্ত্রণাদগ্ধ হয়েছি। প্রত্যাশা করার প্রয়োজন কেবলই আল্লাহর কাছে। শুধুই তিনি, কেবলই তিনি। সমস্ত ক্ষমতা তো কেবলই তাঁর।

(৩০)
নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করুন, অন্যদের কাছে নয়।


(৩১)
সবকিছুর জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। তাই কোন শংকা, দুশ্চিন্তায় থাকার কোন অর্থ নেই। আল্লাহর উপরে নির্ভর করে পথ চলুন। যা হবার এমনিতেই হবে...

(৩২)
দুনিয়ার যেসব জিনিস আপনি পেতে চেয়ে না পাবার অতৃপ্তিতে ভুগছেন, সেগুলোর বেশিরভাগ জিনিস আপনি পেলেও আপনার অন্তর এমন থাকত। যে অশান্তিতে থাকে, তার কারণ লাগে না। যে সন্তুষ্ট থাকার, সে এমনিতেই থাকে...

মনের জানালা মাঝে # ২



(১৩)
স্বপ্নকে অবজ্ঞা করবেন না। আপনি আসলে সেই মানুষ যা আপনি স্বপ্ন দেখেন। ভেবে দেখুন, যখন স্বপ্ন দেখেন সুন্দর একটা ব্যক্তিত্বের, তার যাত্রা কিন্তু এই মূহুর্তেই শুরু হয়ে যায়, এখনই নিজের মাঝে পরিবর্তনের দোলায় আসে। স্বপ্নগুলো হোক সুন্দর. আপনি হয়ে উঠুন স্বপ্নকে সত্য করার জন্য প্রত্যয়ী...

(১৪)
'চলার পথের সকল কুকুরের ঘেউঘেউগুলোর উত্তর দিতে গেলে আপনি ঠিকমতন গন্তব্যে পৌঁছাতে পারবেন না।' ~জনৈক

(১৫)
আগামীকালকের দিনটি হোক আজকের চাইতে উত্তম।

(১৬)
লিখতে চাইলেই কি লেখা হয়? কখনো কখনো হাতে কীবোর্ড নিয়ে হা করে মনিটরের দিকে তাকিয়ে থাকা হয়, এভাবে কয়েকদিন চলে যায়, অনুভূতিগুলো আর লেখা যায় না...

নিশ্চয়ই আল্লাহই সকল ক্ষমতার অধিকারী। তিনি না চাইলে কিছুই হয় না, যতই যোগ্যতা থাকুক আমাদের। যোগ্যতাটাও তো আল্লাহরই দান।

(১৭)
ধৈর্যের বাঁধ ভাঙ্গার আগে একটু ভাবুন, আপনার ব্যাপারে আল্লাহ কতটা ধৈর্যশীল...

(১৮)
ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, ইতিহাস থেকে মু'মিনরা ব্যতীত অন্য কেউ শিক্ষা নেয় না।

(১৯)
কারো কথা বুঝতে চাইলে কান খোলা থাকলেই হয়না, মনটাও খোলা রাখতে হয়।

(২০)
সুযোগের অপেক্ষায় বসে থাকতে নেই, সুযোগ তৈরি করে নিতে হয়...
(২১)
জ্ঞানী মানুষেরা সবসময় চুপ থাকেন না, কিন্তু তারা জানেন কখন চুপ থাকতে হয়।

(২২)
দুনিয়া আছেই আমাদের হৃদয়কে ভেঙ্গে খানখান করে দেবে বলে। পাহাড়ের গুহায়, গর্তে, ঘরের কোণায় বসে থাকলেও এই ভাঙ্গন থেকে রক্ষা নেই।

(২৩)
নির্বিঘ্নে নিশ্চিন্তে শ্বাস নিতে পারা এই মূহুর্তটা কতই না সুন্দর ! পার্থিব কতরকমের যন্ত্রণা আর প্যাঁচে পড়ে হয়ত অনেক মানুষ নিশ্চিন্তে থাকতেই ভুলে গেছে। আজ যখন রাস্তার পাশে মোটা কাগজের উপরে শুয়ে থাকা শিশুটিকে গভীর প্রশান্তির ঘুমে দেখলাম তখন মনে হলো, মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারেনা শীতাতপ নিয়ন্ত্রিত ঘরে শুয়েও। খুব বেশি কিছু লাগে কি? আমরাই আমাদের অভাবকে লাগামছাড়া করি, এরপর সেই অভাবের শোকে অশান্তিতে পুড়ি। সীমানা তো আমাদেরই মাঝে, সুখ সে তো আমাদেরই মনে।

(২৪)
একদিন আপনি কিছু মানুষের কাছে কেবলই স্মৃতি হয়ে যাবেন। প্রাণপন চেষ্টা করুন যেন তা ভালো স্মৃতি হয়...

(২৫)
আমাদের সবচাইতে বড় ব্যর্থতা আমাদের নিজেদের ক্ষমতাটুকুর খবর আমরা জানিনা। আমরা জানিনা কতটা শক্তি আমাদের প্রত্যেকের ভেতরে লুকিয়ে আছে। আমাদের জীবনের উদ্দেশ্য প্রতিদিনের ঘানি টানার জন্য নয়, আমাদের সৃষ্টি আরো অনেক বিশাল কাজ করার জন্য। নিজেদের শক্তি ভুলে কোথায় মাথা কুটে মরি আমরা?

মনের জানালা মাঝে # ১



 (১)
সত্যি কথা বলতে, আগামী জীবনে অবসর নেই, নেই তেমন একটা সময়, নেই সুস্থতাপূর্ণ সময়, নেই দায়িত্ব হালকা থাকা সময়। যা করার আজই করতে হবে। এই এখন থেকেই শুরু করতে হবে। আলসেমি নয়, আজ থেকেই অন্তরের সুন্দরগুলো বাড়াতে, আজ থেকেই সুন্দরকে প্রতিষ্ঠা করতে কাজ করতে হবে।

(২)
আমরা আমাদের সম্পর্কগুলোকে নিজেরাই জটিল করি। অথচ হয়ত হৃদ্যতাপূর্ণ কিছু কথা, ভালোবাসার অনুভূতিগুলো হৃদয়কে ছুঁয়ে গেলে দুরত্বগুলোও ঘুঁচে যায়। রাগ করে কি সম্পর্কের টানপোড়েন দূর হয়? প্রয়োজন ভালোবাসা, অনুভূতিকে বুঝতে চেষ্টা করা... আর আন্তরিক ভুল স্বীকার ও সংশোধনের ইচ্ছা...

(৩)
পৃথিবীতে অনেক মানুষ আছে, কাউকে দেখে মোহিত হই, কাউকে দেখে বিরক্ত হই, কেউ যন্ত্রণায় দেয়, কেউ অযাচিত ভালোবাসায় সিক্ত করে। আমি কিন্তু আমার জায়গাতেই থাকি, আমার সম্পদ আমার হৃদয়, অনুভূতি, বুদ্ধি, চিন্তাশক্তি এবং কাজগুলো। এই আমার সাথে অন্যদের বিস্তর ফারাক থাকতে পারে, কেউ আমাকে উপহাস করতে পারে। তাতে কী? আল্লাহর সাথে আমার সম্পর্ক সঠিক থাকলে পৃথিবীর আর কোন কিছুতেই আঁটকে যাবার, দুঃখ পাবার কিছু নেই। হৃদয় যেন অকারনে যার-তার কারণে না ভাঙ্গে খেয়াল রাখতে হবে।

(৪)
বেঁচে যখন আছি, ভালো হোক আর খারাপ হোক -- এই সময়টা কেটে যাবে।  যদি আগামীরটা খারাপ হয়, তখন এই ভালোটাতে লাভ হবেনা। আগামীর সময়টা ভালো হলে, এই খারাপটা প্রভাব ফেলবে না।  পৃথিবীর জীবনে তবে কী লাভ এত হিসেব করে?

(৫)
আপনি যখন ভালোবাসার জন্য আহাজারি করছেন। ডানে-বামে তাকিয়ে দেখেন কেউ খাবারের জন্য কাঁদছে, মরেও যাচ্ছ। আবার অসুস্থতায় ও চিকিৎসাহীনতায় মারা যাচ্ছে।
(৬)
আমারে ফাঁকি দিলা রে বন্ধু,
তিনি তো দেখিলেন সবই...

(৭)
যে এখন কিছু না পাওয়ায় তৃপ্ত হয়না, সে ঐটা পেলেও নতুন না পাওয়ায় অতৃপ্ত থাকে।  অদ্ভুত!!
নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ..

(৮)
যতই আফসোস করুন, আপনার অতীত বদলাতে পারবেন না।
যতই দুশ্চিন্তা করুন, আপনার ভবিষ্যত তাতে বদলাবে না।

(৯)
আপনার চোখের পানি হলো নিজ জীবনের জন্য বৃষ্টির মতন। বৃষ্টি ছাড়া কোন কিছুই সতেজ হয়ে বেড়ে ওঠে না।

(১০)
সবাই যেমন পেতে চায় সে মানুষটা নয়, বরং নিজে যেমন চান সেই মানুষটি হতে চেষ্টা করুন।

(১১)
আমরা অন্যের কর্তব্য আর নিজেদের অধিকার নিয়ে যতটা ব্যস্ত থাকি,
নিজের কর্তব্য আর অপরের অধিকার নিয়ে সময় ব্যয় করলে পৃথিবীটা সুন্দর হত।

(১২)
অতীত নিয়ে আঁকড়ে ধরে থাকলে কখনই সামনে আগাতে পারবেন না। অতীতের ভুলগুলো সংশোধন করে সামনে এগিয়ে চলুন। এই দিনগুলোই কিন্তু আপনার ভবিষ্যত নির্ণয় করে দিবে...



[প্রকাশ- ২১ নভেম্বর, ২০১৩]