৪ মে, ২০১৩

হৃদয়ের ক্ষত সারাবো কেমনে

মানব হৃদয়ের কিছু অব্যক্ত যন্ত্রণা থাকে, যেগুলো ছোট থেকে বড় হবার সময়ে মানুষ চোট খেতে খেতে ক্ষত করে ফেলে। শরীরের ক্ষতগুলো দেখা যায়, হৃদয়ের ক্ষত দেখা যায় না। সেই ক্ষতের উপরে আবার চোট পেলে যেই যন্ত্রণা মাত্রাছাড়া হয়ে যায়। কখনো সেই যন্ত্রণা আত্মসম্মানবোধে লাগায়, কখনো নিজের উপরে নিজেকে বীতশ্রদ্ধ করে তোলে, কখনো মনে হয় পৃথিবীটাই নির্মম, কখনো আবার শুধু নিজেকেই কপালপোড়া অভাগা মনে হয়... মনে হতেই পারে, মানব মনের ধরণটাই অমন। কিন্তু আসলেই কি তাই? হয়ত নিজের ভুলের কারণেই যন্ত্রণার সৃষ্টি হয়েছিল, হতে পারে দুর্ভাগ্যক্রমে কিছু ঘটে গিয়েছিলো...

৩ মে, ২০১৩

ভিন্ন দ্যোতনাঃ কঠিন কাজ সহজ

ইদানিং সবকিছুতে একটা ভিন্ন দ্যোতনা খুঁজতে চেষ্টা করি, বা অন্য ভাষায় বলা যায়, খানিক চেষ্টা করে সবকিছুর মাঝে ভিন্ন একটা মাত্রা খুঁজে পাই, একই জিনিসটা অন্যরকম লাগে। আজকের মতন শত-শত দিন জুমু'আর সলাত শেষে দু'আ করেছি ইমামের সাথে। আজকের কয়েক মিনিটব্যাপী লম্বা দু'আতে একটা বাক্য কানে আটকে গেলো, "হে আল্লাহ! নেক কাজের প্রতি আমাদের ভালোবাসা তৈরি করে দিন।" বিশাল মসজিদের সামনের মুসল্লিদের মাথার উপরে দিয়ে দূর সিলিংটার দিকে আমার দৃষ্টি অস্পষ্ট হয়ে এই কথাটার অনুভূতিটা বুকের এমাথা থেকে ওমাথায় জানান দিতে থাকলো। জীবনটাকে বদলে ক্রমাগত উন্নত করতে চেষ্টা করা এই আমার মতন করে অনেকেই জানেন একটুখানি খারাপ অভ্যাস ত্যাগ করা বা ভালো অভ্যাস তৈরি করা যেন তিনফুট বেড়ের গাছ কোপানোর প্রতিটি মূহুর্তের মতন কঠিন।