১৭ জুন, ২০১৫

রোযার মাস নিয়ে পরিকল্পনা

এই লেখাটি লেখার ইচ্ছা ছিলো না একদম। আমি মনে করিনা রামাদান মাসের পরিকল্পনা শীর্ষক লেখা লিখে তা ছড়ানোর মতন ন্যুনতম যোগ্য মানুষ আমি। কিন্তু কয়েকজন প্রিয় ছোট ভাই রমাদান পরিকল্পনা সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করছিলো কিছুদিন যাবত এবং আমি তখন উত্তর দিতে ক্রমাগত লজ্জা পাচ্ছিলাম। আমি মনে করিনা আমার পরিকল্পনা আদৌ তেমন লেখার মতন। তবুও লিখছি, মূলত 'চলমান রামাদান প্ল্যান ও টিপস' বিষয়টি নিয়ে...

৪ জুন, ২০১৫

[গ্রন্থচারণ] বিদায়াতুল হিদায়াহ : ইমাম আল-গাজ্জালি


ইমাম আবু হামিদ আল-গাজ্জালী এমন একজন মানুষ যিনি প্রায় হাজার বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন কিন্তু তার লেখায় তিনি এমন সব বিষয় নিয়ে লিখেছেন, এমন জ্ঞান শিখিয়েছেন যা প্রকৃতপক্ষে আমাদের মুসলিম সভ্যতার ও মুসলিম মানসের জন্য খুবই দরকারি। তিনি যে শুধুই মুসলিমদের একজন বড় আলেম তা নয়, বরং গোটা বিশ্বের সমস্ত ধর্মের, অজস্র ভাষাভাষী মানুষদের কাছে পৌঁছেছেন তার লেখনীর মাধ্যমে। এটা তার জ্ঞানের, তার লেখনীর গভীরতার একটি বিশেষ বৈশিষ্ট্য। তিনি জীবনকে দেখেছিলেন সাধারণদের চেয়ে ভিন্ন চোখে। দ্বীনের ইলমের সাথে তার সুগভীর জীবনবোধ তার লেখনীগুলোকে করেছে ভিন্নমাত্রার। বস্তুত তিনি জীবনের অভিজ্ঞতা থেকে যা দেখেছেন, উপলব্ধি করেছেন এবং কাজে করেছেন --সে বিষয়গুলোকেই তার লেখার মাঝে এনেছেন। তিনি এমন সাহিত্য লিখে ছেড়ে দেননি যার সাথে তার কর্মের ও চিন্তার সম্পৃক্ততা ছিলো না; তার জীবনী থেকে এমন বিষয়গুলো সুস্পষ্ট হয়ে ওঠে। এই শক্তিশালী বৈশিষ্ট্যটিই হয়ত তার মৃত্যুর হাজার বছর পরেও তার লেখনীকে সবসময় 'সমসাময়িক' করে রেখেছে, মুসলিম মনে ও মানসে আবেদন জারী রেখেছে।