২৬ মার্চ, ২০১৬

মনের জানালা মাঝে # ৫৩


(৪৭৪)
ভবিষ্যত নিয়ে চিন্তিত আপনি?
ভেবে দেখুন, আমাদের জীবনটা কিন্তু অনেকটা বহুতল ভবনের মতন। প্রতিটি দিনে আপনি গেঁথে চলেছেন একেকটি তলা। আপনার আজকের দিনটির উত্তম বিনির্মান আপনার আগামী দিনের মজবুত ভিত্তির গাঁথুনির আত্মবিশ্বাস দেবে। আপনার বর্তমান হলো আপনার জন্য উপহার। এই মূহুর্ত, এই দিনটি তেমন করে গড়ে তুলুন যেমনটি আপনি চান। জীবনটা খুব অমূল্য উপহার। কষ্ট -যন্ত্রণা? সেটা নেই কার জীবনে বলুন? নবী-রাসূলরা আল্লাহর প্রিয়তম ছিলেন, তারা আরো বেশি কষ্ট পেয়েছেন। এই কষ্টগুলোর মাঝে আছে মুক্তির পয়গাম, অনন্ত শান্তির প্রচ্ছন্ন বার্তা। জীবনে যা-ই আসুক, আলিংগন করে গ্রহণ করে নিন। প্রতিটি মূহুর্ত খুব সুন্দর, স্বপ্নময়। এই বর্তমানে মন দিন, উজাড় করে দিন আপনার সবটুকু। ভেংগে ফেলুন আপনার মাঝে জমে থাকা শংকা ও উদ্বিগ্নতার দেয়াল। আপনি যা চান, তা করতে থাকুন আপ্রাণ প্রচেষ্টা দিয়ে, লক্ষ্যে আপনি অবশ্যই পৌছবেন। আল্লাহ নিশ্চয়ই আপনার সাথে আছেন! তো, আর কেন ভুলে ডুবে থাকা?

(৪৭৫)
এক গুরুজন একবার উপদেশ দিচ্ছিলেন--
মনে রেখো, বেয়াদব মানুষদের থেকে সবসময় দূরে থাকবে। বেয়াদবরা কিছু গড়তে পারে না, বরং সবকিছু ধ্বংস করে দেয়। বেয়াদবরা যেকোন হিসাব-নিকাশের উর্ধ্বে ভয়ংকর ও সদাপরিতাজ্য।

(৪৭৬)
কারো প্রতি রাগ প্রকাশ না করে রাগের বিষয়টি ব্যাখ্যা করে বললে ঝগড়ার পরিবর্তে হয়ত সমাধান পাবেন।

(৪৭৭)
কোন কিছুর ব্যাপারে ধারণা করে নেয়ার আগে খুব সুপরিচিত সেই পাগলাটে পদ্ধতিটা চেষ্টা করে দেখুন; লোকে যাকে "জিজ্ঞাসা করা" বলে।

(৪৭৮) 
কোথাও গিয়ে উপস্থিত সবার চেয়ে নিজেকে উত্তম অথবা বড় মনে করাটা কিন্তু আত্মবিশ্বাস না, বরং নিজেকে কারো সাথে তুলনা করতে না যাওয়াই হলো আত্মবিশ্বাস।